View Question 1987 views

Subject : গুরুদাসপুর সরকারী হাসপাতাল সম্পর্কে

Avatar

Written By : md mustafizur rahman

মাননীয় সংসদ সদস্য ৬১ নাটোর -৪ ও সভাপতি, নাটোর জেলা আওয়ামীলীগ,, প্রথমেই আপনার দীর্ঘায়ু কামনা করছি, আমি মোঃ মোস্তাফিজুর রহমান শাকিল বর্তমানে আমি ড্যাফোডিল ইন্টার ন্যাসনাল ইউনিভার্সিটি তে পরাশুনা করছি আমার বাসা পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা বাবা অবসরপ্রাপ্ত নৌ-বাহিনী অফিসার, জনাব আমার জানার বিষয় গুরুদাসপুর সরকারী হাসপাতালে কি সেবা দেওয়ার সব মেডিসিন এর বাজেট থাকে,,?, হাসপাতালে গেলেই খুব কম মুল্যবান ঔষধ পাওয়া যায় কিন্তুু মুল্যবান ঔষধ, ভ্যেকসিন পাওয়া যায় না,, ডাক্তার গুলো বলে থাকেন এরকম সমস্যার ভুক্তভুগি আমি নিজেও এগুলোর সমাধান আছে কি না বা করা যায় কি না একটি দেখবেন জনাব! আর ধন্যবাদ জানাই এই ওয়েব সাইটের চেয়ারম্যান ইন্জিনিয়ার সুশান্ত দাস গুপ্তকে এরকম সহজ পথ অবলম্বন করে জনগনের প্রশ্ন করার সুযোগ করে দেবার জন্য।