View Question 2061 views

Subject : বিয়াঘাট ইউ,পি এর অন্তগত সাবগাড়ী বাজার টু বিলহড়িবাড়ী খেয়াঘাট এর পাকা ব্রিজ প্রসঙ্গে।

Avatar

Written By : Abdur Rahman

মাননীয় এম,পি মহোদয়,আসসালামু আলাইকুম, বিলহরিবাড়ী,হরদমা,সাবগাড়ী গ্রামবাসির পক্ষথেকে আপনাকে অভিনন্দন,অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের যে অগ্রযাত্রা আওয়ামিলীগ সরকার করছে ঠিক সেই সময়ে আমরা অবহেলিত জনপদ এখনো অবহেলিতই থেকে গেলাম, গ্রামবাসির দীর্ঘ দিনের কঙ্খিত সাবগাড়ী বাজারে ব্রিজ না হওয়ায় বিলহরিবাড়ী,হরদমা,সাবগাড়ী সহ আশে পাশের ১০ টি গ্রামের মানুষের কষ্টের শেষ নেই।ছাত্র ছাত্রীদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। তাছাড়া ব্রিজের জন্য আমাদের গ্রামে কোন রাস্তা হয়নি। তাই ব্রিজটি হওয়া খুবই প্রয়োজন। তাই আপনার কাছে জানতে চাই আপনি ব্রিজটি করবেন কিনা?

রাত ৮ টার পর খেয়া নৌকা বন্ধ হলে ঢাকা বা কোথাও থেকে বড়ি যাইতে খুবই সমস্যা হয়। তাই গ্রামবসী আপনার কাছে প্রত্যাশা করে যে আপনার প্রতিশুতি মতো এই মেয়াদে আপনি ব্রিজটি করে দিবেন। আমি অত্যান্ত বিনীত ভাবে জানতে চাই।