View Question 2996 views

Subject : সলংগার চর ব্রিজ প্রসংগে

Avatar

Written By : Tanvir Islam Apon

জনাব, 

আমি সলংগা থানার বাসুদেবকোল গ্রামের একজন সাধারন ভোটার। দীর্ঘদিন যাবত সলংগার চর কবরস্থান সংলগ্ন একটি ব্রিজ স্থাপন বিষয়ে গোলমাল চলিতেছে।আমার প্রশ্ন কেন ব্রিজটা হচ্ছে না।এবং আমার দাবি মানবিক দিক বিবেচনা করে কবরস্থানের পাশে ব্রিজটা করা হোক কারন বাসুদেবকোল উওর পারা গ্রামে প্রায় ৭০০ লোকের বসবাস একটি লোকা মারা গেলে কিনবা জরুরী কোন দরকারে নদীর ওপারে যাবার সহজ কোন পথ নাই। দয়া করে কবরস্থানের পাশে যেখানে ব্রিজের কাজ শুরু হয়েছে সেখানে ব্রিজটা হলে আমরা এই সমস্যা হইতে মুক্তি পাব।

আশা করি বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

Avatar

Written By : Gazi M M Amzad Hossain Milon -গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নিজ নিজ এলাকার ভোটারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্থানীয় এমপিগণ। সম্প্রতি সিরাজগঞ্জে সলংগার চর ব্রিজ নির্মাণ প্রসংগে করা এক প্রশ্নের জবাব দিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য গাজী এম এম আমজাদ হোসেইন মিলন। প্রশ্নটি করেন ঐ এলাকার তানভীর ইসলাম আপন। তিনি জানতে চান সলংগার চর কবরস্থান সংলগ্ন ব্রিজ স্থাপনের কাজ কবে শেষ হবে। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আমজাদ হোসেইন এর জবাব দেন।

এমপি আমজাদ হোসেইনের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর বিজয় দত্ত।

আমার এমপি ডট কমের মাধ্যমে আপনিও আপনার এলাকার সমস্যা-সম্ভাবনার ব্যপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।