View Question 2744 views

Subject : কৃষ্ণদিয়া গ্রামের রাস্তা সম্পর্কিত!

Avatar

Written By : MD Abdul Motin

জনাব,

আমি মোঃ আব্দুল মতিন। পিতা: মোঃ খোরশেদ আলম।  জেলা: সিরাজগঞ্জ, থানা: রায়গঞ্জ, ইউনিয়ন: পাঙ্গাসি, গ্রাম : কৃষ্ণদিয়া, পোষ্ট: কৃষ্ণদিয়া,  পোষ্টকোড: ৬৭০০।  আমার গ্রামের রাস্তাঘাট এর অবস্থা  খুবই খারপ হয়ে গেছে। কাচা রাস্তা আছে কিছুটা।  আমার গ্রামের 3G নেটওয়ার্কিং ব্যাবস্থা নেই।

অতএব,   আপনার কাছে বিনিত অনুরোধ যে, আপনি দ্রুত সাধারন মানুষের এই সমস্য  দ্রুত সমাধান করবেন।

ধন্যবাদান্তে,

এলাকাবাসির পক্ষে,

মোঃ আব্দুল মতিন।

Avatar

Written By : Gazi M M Amzad Hossain Milon -গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন

Public Featured

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের বেহাল অবস্থা প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন। প্রশ্নটি করেন ঐ গ্রামের মোঃ আব্দুল মতিন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আমজাদ হোসেন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর বিজয় কুমার দত্ত।