Gazi M M Amzad Hossain Milon -গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন
Former/Previous MP
Sirajganj-3 , Sirajgonj
Bangladesh Awami League
View Question 3595 views
Subject : মকিমপুর ( দক্ষিন পাড়া ) গ্রামের বিদ্যুৎ প্রসঙ্গে
Written By : Yamin Sheikh
জনাব,
আমি মোঃ ইয়ামিন শেখ। পিতা: মৃত মোঃ হাবিবুর রহমান। জেলা: সিরাজগঞ্জ, উপজেলা: রায়গঞ্জ, পৌরসভা: রায়গঞ্জ, ওয়ার্ড : ৭ নং, গ্রামঃ মকিমপুর ( দক্ষিন পাড়া ), পোষ্ট: ধানগড়া, পোষ্টকোড: ৬৭০০। মাননীয় এমপি মহোদয় আমাদের মকিমপুর গ্রামের চারদিকেই ঘরে ঘরে বিদ্যুৎ শুধু এই দক্ষিন পাড়াতেই বিদ্যুৎ নেই । এমন কি আমাদের এইখানে সরকারি প্রাইমারী স্কুলেও বিদ্যুৎ নেই, ছেলে মেয়েরা এই গরমে অনেক কস্টে ক্লাস করে ।
অতএব, মাননীয় এমপি মহোদয় আপনার কাছে বিনীত অনুরোধ যে, আপনি দ্রুত আমাদের গ্রামের এই অতি সাধারন মানুষ ও জাতির ভবিষ্যত কর্ণধার ছোট ছোট কোমল মতি শিশু ছেলে মেয়ের কথা বিবেচনা করে এই সমস্য দ্রুত সমাধান করবেন।
ধন্যবাদান্তে,
গ্রাম বাসির পক্ষে,
মোঃ ইয়ামিন শেখ।
yaminsheikh.bd@gmail.com
Written By : Gazi M M Amzad Hossain Milon -গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন
মকিমপুর ( দক্ষিন পাড়া ) গ্রামের বিদ্যুৎ প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন। প্রশ্নটি করেন মকিমপুর গ্রামের মোঃ ইয়ামিন শেখ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আমজাদ হোসেন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর বিজয় কুমার দত্ত।