View Question 3008 views

Subject : সরকারি টিউবয়েল এর জোরপূর্বক ব্যাবহার প্রসঙ্গে

Avatar

Written By : MD Abdul Motin

জনাব,

বিনিত নিবেদন এই যে, আমি মোঃ আব্দুল মতিন নয়ন সরকার,  পিতা: মোঃ খোরশেদ আলম সরকার,  গ্রাম; কৃষ্ণদিয়া, পোষ্ট; কৃষ্ণদিয়া, পোষ্টকোর্ড : ৬৭০০, থানা:  রায়গঞ্জ,  জেলা: সিরাজগঞ্জ।  কৃষ্ণদিয়া গ্রামের মৃত: মোঃ শাহজাহন আলি সরকার এর বড় ছেলে আমার পিতা মোঃ খোরশেদ আলম সরকার এর আবেদনক্রমে আমাদের বাড়িতে একট সরকারি টিউবয়েল দেওয়া হয় ২০১৬ সালে। তবে বর্তমানে  সেই টিউবয়েল আমার চাচা- ১) মোঃ আব্দুল মালেক, ২) মোঃ আবুল খালেক, ৩) মোঃ খবির উদ্দিন - নিজেদের বলে দাবি করে। তাদের নিজেদের প্রয়োজনে টিউবয়েল ব্যাবহার করে, ব্যাবহার শেষে টিউবয়েল খুলে রাখে এবং  সেই টিউবয়েল কাউকে ব্যাবহার করতে দেওয়া হয় না। বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখান হয়  এলাকার মানুষদের। এলাকার বেশির ভাগ মানুষের বড়িতে টিউবয়েল থাকলেও তারা সরকারি টিউবয়েল এর বিষুদ্ধ পানি পান করতে বা ব্যাবহার করতে পরে না।  এ ব্যাপারে  স্থানিয় মেম্বার কে  আমি অবগত করেছি। তবে সে কোন ব্যাবস্থা গ্রহন করেনি।  কারন মেম্বর তাদের আত্মীয়। চেয়ারম্যান মোঃ আব্দুুস সালাম নানাকে কথাটা জানাইছি। তবে সে জানাইছে ব্যাবস্থা নিবে। তবে সে এখন কিছু ব্যাবস্থা গ্রহন  করেনি। আশা করছি আপনি জনগনের  ভোগান্তি দুর করার লক্ষে এর কড়া ব্যাবস্থা গ্রহন  করবেন।

আমি

মোঃ আব্দুল মতিন নয়ন সরকার। 

এলাকাবাসীর পক্ষ। 

Avatar

Written By : Gazi M M Amzad Hossain Milon -গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন। সরকারি টিউবয়েল জোরপূর্বক ব্যবহার প্রসঙ্গে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন মোঃ আব্দুল মতিন নয়ন সরকার। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আমজাদ হোসেন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর বিজয় কুমার দত্ত।