View Question 2399 views

Subject : রাস্তা সংস্কারের জন্য আবেদন

Avatar

Written By : Tamzid

মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-৩ জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে,আমি মোঃ তামজিদুল ইসলাম সলংগা থানাধীন ঘুড়কা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসুদেবকোল উত্তর পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। কাদা তথা চলাচলের অযোগ্য দেড় কিলোমিটার রাস্তা আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দেড় দুই হাজার মানুষ আমরা এই গ্রামে বসবাস করি। বাহির থেকে আত্মীয়-স্বজন বেড়াতে আসতে বলতে পারিনা! সকল শ্রেণীর যানবাহনই দিনশেষে সলংগা বাজারে রেখে আসতে হয় । বিষয়টি লজ্জাজনক! গ্রামের সকল মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য সলংগা বাজারে যাওয়ার একমাত্র মাধ্যমই এই রাস্তাটি । স্বাধীনতার পরে সলংগা বাজার নিকটস্থ এই গ্রামটিতে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। তবুও মানুষ আওয়ামীলীগকেই ভালবাসে । আওয়ামীলীগের ঘাটি হিসেবেই পরিচিত! তার প্রমাণ ৭১ এর পরে কখনোই এই কেন্দ্র থেকে আওয়ামীলীগ ব্যাতিত অন্য কোন দল জিততে পারেনি। আপনার নেতৃত্বে সরেজমিনে তদন্ত পূর্বক যদি রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন আমরা সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। যে কোন সময় আপনি আসতে পারেন। গ্রামবাসীর পক্ষ থেকে আসার আমন্ত্রণ রইলো। কিছু কথা লজ্জাজনক হলেও বলতে হয় যে,এই গ্রামেই বর্তমান থানা ছাত্রলীগ সভাপতি এবং এই ওয়ার্ডেই ঘুড়কা ইউপি চেয়ারম্যান এবং সেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়ি । নিবেদক গ্রামবাসীর পক্ষে মোঃ তামজিদুল ইসলাম মোবাঃ ০১৭১১-২৩৮৩৭৮