View Question 2177 views

Subject : 3G Mobile Internet এবং Cable Internet প্রসঙ্গে (স্থান: সরাপপুর )

Avatar

Written By : Asif Abdullah

জনাব ,

মাননীয় সংসদ সদস্য, আমার সালাম নিবেন আমি আপনার নির্বাচনী এলাকার (Sirajganj-3 ) তাড়াশ থানার  ৭ নং মাধাইনগর ইউনিয়নের  ৮ নং ওয়ার্ড  সরাপপুর গ্রামের বাসিন্দা ।আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান । আপনার  অবগতির জন্য জানানো যাইতেছে, আমাদের সরাপপুর গ্রামে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ নাই । এদ্বারা যুবকেরা  ইন্টারনেট এর সুফল  হইতে বঞ্চিত হতছে  Globalization এর  যুগে ।বিশেষ করে বেকার যুবকেরা এলোমেলো ভাবে  বাজারে ঘোরাফেরা , চা, সিগারেট খেয়ে মূল্যবান সময় নষ্ট করসে । ইন্টারনেটের freelancer, youtube , Online Business, Online Knowledge, Social networking দ্বারা  অনেক কিছু করা সম্ভব ।আমারদের সরাপপুরের  কৃষ্ণাদিঘী বাজারে একটি 3G মোবাইল ইন্টারনেট এর টাওয়ার এবং তাড়াশ  থানায় যত দ্রুত সম্ভব Cable ইন্টারনেট  আনা এবং তা ছড়িয়ে দেওয়ার  ব্যবস্থার মাধ্যমে  দেশরত্ন মাননীয় শেখ হাসিনা সরকারের digital বাংলাদেশ গড়ার  স্বপ্ন বাস্তবায়নে আপনার ভুমিকা উজ্জল হইবে ইনশাআল্লাহ ।

অতএব,   আপনার কাছে বিনিত অনুরোধ যে, আপনি দ্রুত এই  বিষয়ে পদক্ষেপ নিবেন এবং বেকারত্বের লাগব করবেন ।

ধন্যবাদান্তে,

এলাকাবাসির পক্ষে , আসিফ আব্দুল্লাহ