View Question 2195 views

Subject : চরকুশাবাড়ী ও সবুজপাড়ার মাঝে অবস্থিত আক্কেলের ঘাটের ব্রিজ প্রসঙ্গে

Avatar

Written By : Forhad mahmud joy

জনাব,

আমি ফরহাদ মাহমুদ জয়, গ্রাম আপনার নির্বাচনী এলাকার অন্তরগত চরকুশাবাড়ী (সবুজ পাড়া)। বহু দিন আগে থেকেই শুনে আসছি এই বৃহত্তর চরকুশাবাড়ী ও সবুজপাড়ার মাঝে একটা ব্রিজ হবে। সরকার যায় সরকার আসে কিন্তু মানুষের এই আসার পরিসমাপ্তি হয়না। এই ব্রিজ থাকলে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র -ছাত্রীদের এতো সমস্যায় পরতে হতোনা। চলনবিলের কৃষি পন্য চাঁচকৌড় বাজারে নিতে এতো কষ্ট হতে না এবং নানা কারনে এতো জটিলতার মুখোমুখি হতে হত না। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বলিষ্ঠ কর্মি হিসেবে আপনার কাছে আমাদের দাবি জনগণ কে নিয়ে মাঠে থাকি তাদের আশ্বাস দেই, যদি তা বার বার পূরন না হয় তাহলে জনগণ আর ভরষা রাখতে পারে না তাই আপনার কাছে বিনীত নিবেদন উক্ত বিষয়টা গুরুত্বের সাথে দেখে কার্যকর দায়িত্ব নিবেন।

নিবেদক,

 

 

গ্রামবাসীর পক্ষে

ফরহাদ

মাহমুদ

জয়