View Question 2049 views

Subject : রাস্তা সংস্কারের জন্য আবেদন ।

Avatar

Written By : mostafa kamal

মাননীয় এম পি
আপনার জন্য রইল এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা।
আমি মোস্তফা আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার কাছে একটি দাবি যাচ্ছি এই যে,আমার গ্রামের জন্য একটি পুরাতন রাস্তা সংস্করণ খুবি দরকার।  কেননা এই গ্রামে একটি সরকারি  প্রা: বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, ২০০০ মানুষ, ৭০% লীগ  ভক্ত, ৪০/৫০জনের মত আপনার নেতা কর্মী,শিক্ষক,পুলিশ,সেনাবাহিনী,ডাক্তার,ইঞ্জিনিয়ার।  আছে আরো অনেক কিছু  নেই শুধু আপনার মত একটা নেতা। যার কারনে আমাদের ১কি:মি পুরাতন রাস্তা, আর রাস্তা নেই, যেন আবাদি জমি হয়ে যাচ্ছে কাদার জন্য।  বৃদ্ধা মা-বাবা,অসুস্থ মানুষ বাজারে যেতেও ভয় পায় এই রাস্তা দিয়ে।গাড়ি গুলো রেখে যেতে হয় বাজারেই। কষ্টের কথা লিখতে গেলে শেষ হবেনা।তাই আপনার কাছে অনুরোধ , কথা দেওয়া নয়, আপনি একবার এসে দেখে, রাস্তার কাজ শুরু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 
এলাকার বিবরণ নিচে দেওয়া হল:


জেলা- সিরাজগঞ্জ
থানা- সলংগা
ইউনিয়ন -৪ নং ঘুড়কা
গ্রাম-বাসুদেবকোল উত্তর পাড়া