আমি সালঙ্গা ইউনিয়ন, চক চবিলা গ্রামের একজন বাসীন্দা। চক চবিলা ঈদ গা থেকে চওবিলা বাজার পর্যন্ত রাস্তাটি অত্যন্ত দুর্বিসহ, যা বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পরে, এবং আমাদের চলা চল খুব কষ্ট হইয়েয়া গেছে প্রায় ৬০০০ হাজার মানুষের আমাদের চক চবিলা বাসীর অনেক দিনের দাবি, আপনি আমাদের দয়া করে এই রাস্তাটি পাঁকা করণের উদ্যোক নিবেন। আপনার আশ্বাসের অপেক্ষায় থাকলাম।