Ambassador
View Question 2964 views
Subject : প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে
Written By : Tareq hasan
জনাব ,
আমি আপনার এলাকার সাথিয়া উপজেলাধীন লক্ষীপুর গ্রামের বাসিন্দা ।উক্ত গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকার কারনে আমাদের গ্রামের ছাত্র ছাত্রীরা কষ্ট করে দূরের বিদ্যালয়ে যায় ফলে তাদের পড়ালেখা করতে সম্যস্যা হয় ।
মাননীয় এমপি মহোদয়ের নিকট প্রশ্ন আমাদের গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা আছে কি ?যদি থাকে তবে কবে নাগাদ তা স্থাপন করা হবে ?
তারেক হাসান
আইটি ইঞ্জিনিয়ার
মোবাইলঃ০১৭৪৬-২৫৩০৭১
Written By : Md. Shamsul Hoque Tuku -শামসুল হক টুকু
প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন পাবনা - ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক টুকু। আমার এমপির মাধ্যমে প্রশ্নটি করেন তারেক হাসান। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ সাজিদ খান ও মোঃ মেহেদি হাসান রুবেল। এক লিখিত বার্তায় তিনি বলেন -