View Question 7356 views

Subject : রাস্তা সংস্কার প্রসংগে ।

Avatar

Written By : salman farshi khan

বরাবর,
মাননীয় এম,পি মহোদয়,
পাবনা ১

বিষয়: ধুলাউড়ি ইউনিয়নের চড়পাড়া -ডহরজানি  রাস্তার সংস্কার প্রসঙ্গে।


জনাব, বিনিত নিবেদন এই যে, আপনার নির্বাচনী এলাকা চড়পাড়া -ডহরজানি তথা ঐ অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘ দিন থেকে যোগাযোগের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার দূরঅবস্থার জন্য ঐ এলাকার মানুষ গুলো অনেক সময় রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না। অনেক সময় মানুষ ভাঙা রাস্তায় গাড়ি নিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে।

অতএব, সমীপে বিনীত নিবেদন, এমতাবস্হা ঐ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে চড়পাড়া -ডহরজানি রাস্তার সংস্কারে আপনার সু-দৃষ্টি কামনা করি।


অনুরোধ ক্রমে-
চড়পাড়া -ডহরজানি গ্রামবাসীর পক্ষে,
সাল্মান ফারসি ,চরপাড়া

Avatar

Written By : Md. Shamsul Hoque Tuku -শামসুল হক টুকু

Public

ধুলাউড়ি ইউনিয়নের চড়পাড়া -ডহরজানি  রাস্তার সংস্কার প্রসঙ্গে করা আরো একটি প্রশ্নের উত্তর দিয়েছেন পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক টুকু।

চড়পাড়া -ডহরজানি গ্রামবাসীর পক্ষে প্রশ্নটি করেন সালমান ফারসী। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ সাজিদ খান ও মোঃ মেহেদি হাসান রুবেল।

এক ভিডিও বার্তায় এমপি বলেন-