View Question 5355 views

Subject : কাশিনাথপুর ইউনিয়নকে দ্রুত পৌরসভা ঘোষণা করতে ব্যবস্থা গ্রহণ সম্পর্কে।

Avatar

Written By : Khadiza khatun

মাননীয় এমপি মহোদয় আসসালামু আলাইকুম।
কাশিনাথপুর বাসির পক্ষ থেকে আপনার প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।
আমরা খুবই আনন্দিত যে কাশিনাথপুর পৌরসভা হওয়ার জন্য প্রাথমিক গেজেট বা শহর অনচ্ছল ঘোষণা হয়েছে অনেকদিন হল। কিন্তু আমাদের পৌরসভা ঘোষণা করা হচ্ছে না। এ ব্যাপারে আপনার হস্তক্ষেপ কামনা করছি এবং দ্রুত পৌরসভা ঘোষণা করতে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

খাদিজা খাতুন
নগর পরিকল্পনাবিদ

Avatar

Written By : Md. Shamsul Hoque Tuku -শামসুল হক টুকু

Public

কাশিনাথপুর ইউনিয়নকে দ্রুত পৌরসভা ঘোষণা করতে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক টুকু।

এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন খাদিজা খাতুন
নগর পরিকল্পনাবিদ।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ সাজিদ খান ও মোঃ মেহেদী হাসান রুবেল।

এক ভিডিও বার্তায় এমপি বলেন-