View Question 1989 views

Subject : ইছামতী নদী সংস্কার প্রসঙ্গে

Avatar

Written By : Probir Ghosh

মাননীয় এমপি মহোদয়, 

আমি আপনার সংসদীয় আসনের সাথিয়া থানার ধোপাদহ ইউনিয়নের ধোপাদহ গ্রামের একজন ভোটার।  আপনার হস্তক্ষেপে আমাদের সাথিয়ার অনেক উন্নয়ন হয়েছে বলে আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷    আমাদের সাথিয়া বেড়ায় বহমান নদী ইছামতী কচুরিপানায় ভরপুর।   বিভিন্ন ব্যাক্তি নদীতে ব্যারিকেড দিয়ে মাছের প্রজেক্ট করছেন। ফলে ইছামতী নদীকে এখন আর নদী বলা যায় না , এটা এখন একটা ডোবার মতন অবস্থা। অথচ এই নদীতে এক সময় নৌকা চলতো, মানুষ গোছল করতো, সাতার কাটতো প্রান ভরে। কিন্তু পুরো নদীর এখন বদ্ধ অবস্থা, দুষিত নদীর পানি, গোছল করলে চুলকানির মতন রোগ পর্যন্ত হয়ে যাচ্ছে৷  অতএব আপনার কাছে অনুরোধ, এই বিষয়টিতে দৃষ্টি দিয়ে আপনার হস্তক্ষেপে নদী টিকে মুক্ত করার ব্যাবস্থা করবেন।  আমরা সাথিয়া বেড়াবাসী আবারো সেই বহমান নদী টিকে দেখতে চাই৷ ধন্যবাদ মাননীয় এমপি।

প্রবীর ঘোষ

ধোপাদহ,সাথিয়া,পাবনা

মোবাইলঃ০১৭২৩-৭০২৬৬৯