View Question 1842 views

Subject : রাস্তা সংস্কার প্রসঙ্গে।

Avatar

Written By : Md Atikur

বিষয়ঃ রাস্তা সংস্কার প্রসঙ্গে।

মাননীয় এমপি মহোদয়,
আসসালামু আলাইকুম।প্রথমেই শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।আমি আপনার সংসদীয় আসন পাবনা-১ (গাগড়াখালী,সাঁথিয়া)এর একজন নাগরিক।আমরা সবাই জানি যে আপনি নিজ দায়িত্বে এলাকাবাসীর উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গ্রামকে শহরে রুপান্তরে কাজ করে যাচ্ছেন আপনি।কিছুদিন আগেও আপনি আমাদের এখানে এসে কৃষকদের কথা চিন্তা করে বিলের মধ্যে দিয়ে রাস্তা উপহার দিয়ে গেলেন।আর এই উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে আমরা আপনাকে জানাতে চাই যে,আমাদের সাঁথিয়া উপজেলার গাগড়াখালী দহ্ থেকে চোমরপুর পর্যন্ত যে রাস্তা আছে তার অবস্থা এখন খুবই খারাপ। একটু বৃষ্টি হলে এই রাস্তা চলাচল করার অনুপযোগী হয়ে পড়ে। অথচ এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত লোক ও যানবাহন যাতায়াত করে।স্যার,আপনি হয়তো জানেন যে গাগড়াখালীর এই রাস্তা দিয়েই চলাচল করে চোমড়পুর,সোনাতলা এবং ফেচুয়ানের জনগণ।তারাও এই সমস্যার সম্মুখীন হয়।দীর্ঘদিন যাবৎ এই রাস্তা মেরামত না করার ফলে রাস্তার জায়গা দখল হয়ে যাচ্ছে।আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগের শিকার হচ্ছি।রাস্তাটা সংস্কার করা হলে আমাদের অনেক উপকার হবে।এই রাস্তাটা মেরামত করা হলে গ্রামকে শহরে পরিণত করার ক্ষেত্রে সাঁথিয়া হয়তো এক ধাপ এগিয়ে যাবে।স্যার,এখন আপনার কাছে আমার প্রশ্ন-এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে নাকি নেওয়া হবে?যদি নেওয়া হয় তবে তা বাস্তবায়ন হবে কতো দিনে?

নিবেদক-
গ্রামবাসীর পক্ষ হতে
মোঃআতিকুর রহমান
মোবাঃ০১৯০৩৫২১০৫১

ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়।