Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2106 views

Subject : চাটমোহরের পৌরসভার রাস্তার এত বেহাল দশা কেন ?

Avatar

Written By : Md Hasan Uzzaman

আমরা জানা মতে চাটমোহর পৌরসভা ক অথবা খ ক্যাটাগরির পৌরসভা কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখে তা কেউ মনে করবে না । বাস স্ট্যান্ড হতে উপজেলা হাসপাতাল পর্যন্ত রাস্তার বেহাল দশা । কোন রোগী নিয়ে কেউ হাসপাতালে যেতে চাইলে রোগী আরো অসুস্থ হয়ে যাচ্ছে । চাটমোহরের এত গুরুত্বপূর্ন রাস্তা কেন এত দিন এই অবস্থায় ফেলে রাখা হয়েছে ? সেদিকে কেন মাননীয় সাংসদ দৃষ্টি দিচ্ছেন না ?পৌরসভার ভেতরের সবগুলো রাস্তারও বেহাল অবস্থা । মাননীয় এমপি পাবনা-৩ এই বিষয়টা একটু  দেখবেন কি ?