Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2808 views

Subject : পাকা রাস্তা কি আদৌ পাব?

Avatar

Written By : Md. Kamrul Hasan

মাননীয় এমপি মহোদয়, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি পাবনা সদর উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের আলোকচর গ্রামের বাসিন্দা। আপনি ২০০৮ সালে আমাদের গ্রামের ১ কিঃমিঃ রাস্তা পাকা করার ওয়াদা করেছিলেন। আজ ২০১৭ সাল তবুও বাস্তবায়ন হয়নি। কবে নাগাদ বাস্তবায়ন করবেন এলাকাবাসি জানতে চায়।

খোদা হাফেজ।

মোঃ কামরুল হাসান

 

Avatar

Written By : Golam Faruk Khandakar Prince -গোলাম ফারুক খন্দঃ প্রিন্স

Public

জনাব

মোঃ কামরুল হাসান, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 

আমার এমপি'কে তিনি জানিয়েছেন যে এমপি সাহেব কখনও কোন রাস্তা করার ওয়াদা করেন না। তিনি রাস্তা করার পর সেখানে যে সেবাটি দিলেন সেটি জনগনের নিকট তুলে ধরেন। কখনও রাস্তা করার ওয়াদা দেয়া হয়েছে এখানে কোনরকম ভুল হতে পারে। তবে আমরা সবসময় উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ উন্নয়নের ছোয়া সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেয়া হবে।     

ধন্যবাদ।

/আমারএমপি এডমিন