Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2351 views

Subject : কালভার্ট সহ ২৫০গজ রাস্তা নির্মাণের আবেদন ।(রাধানগর রাজা ড্রাইভারের বাড়ি থেকে কর্ণফুলি হাউজিং পর্যন্ত )

Avatar

Written By : Tanvir Rahman Raihan

মহোদয়

যথাযথ সম্মান  পূর্বক , আবেদন আমরা পাবনা পৌরসভার ১১ ও ১২ নং ওয়ার্ডের  বাসিনদা । রাধানগর রাজা ড্রাইভারের বাড়ি থেকে কর্ণফুলি হাউজিং পর্যন্ত ২৫০  গজ রাস্তার অভাবে এলাকার যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত  হচ্ছে । বহুল ব্যবহৃত রাস্তাটি নির্মাণ হলে আইন শৃঙ্খলার উন্নতি সহ উক্ত দুই এলাকার মানুষের জীবন যাত্রার মানের ব্যাপক উন্নতি হবে ।

উল্লেখ্য আপনি গত ১৩-০১-১৮ ইং তারিখে চেয়ারম্যান জেলা পরিষদ সহ উক্ত রাস্তাটি পরিদর্শন করে নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেছেন ।