Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 5595 views

Subject : মেহেরপুর জেলায় “বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড”-এর অফিস স্থাপন প্রসঙ্গে।

Avatar

Written By : Abdul Munnaf

প্রিয় মহোদয়,

মেহেরপুর জেলার  পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন। 

আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ও স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেহেরপুর জেলায় স্বাধীনতার ৪৬ বছরেও স্থাপন হয়নি, বাংলাদেশর রূপকার ও স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া “বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড”-এর একটি  অফিস মেহেরপুর জেলায়। অথচ মেহেরপুর জেলায় পানি উন্নয়ন বোর্ডের সকল কার্যক্রম পরিচালনা করা হয় ৪৭ কিঃমিঃ দুরুত্ব পাশ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে ও কুষ্টিয়া পওর সার্কেলের দুরুত্ব প্রায় ৭৮ কিঃমিঃ। এ জেলায় রয়েছে ৫টি বড় নদ-নদী, ১০টি বড় খাল, বড়বিল, হাওড়-বাওর, জলাভূমি, জলাশয় ও দীঘিসহ সর্বমোট ১১৪৪টি। এ জেলার নদ-নদী, খাল-বিলগুলো পুন:খনন না হওয়াতে মরুভূমির আশংখা করছে  পরিবেশ বিদগণ।  

অথচ স্বাধীনতার পর বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এদেশের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। 

মেহেরপুর জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে -এর একটি অফিস স্থাপন হলে এসকল সমস্যা দূরীভূত হবে বলে আশা প্রকাশ করেছে জেলার প্রায় ৭ লক্ষ মানুষ। এ বিষয়ে আমি একটি প্রজেক্ট প্রোপজাল তৈরী করেছি। আপনার সদয় অনুমতি পেলে তা আপনার নিকট পেশ করবো। 

আপনার আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। 

আপনার সহযোগিতান্তে

আব্দুল মুন্নাফ, হোটেল বাজার, নতুনপাড়া-১নং ওয়ার্ড, মেহেরপুর সদর,  মেহেরপুর। মোবা-০১৯১৫-০৯৫০৬৬