Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2766 views

Subject : মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চাই

Avatar

Written By : Jamil Aktar

মাননীয় মন্ত্রি মহোদয় শুভেচ্ছা নিবেন,

আমি আপনার নির্বাচনী এলাকা কুষ্টিয়া-২ এর ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের একজন বাসিন্দা। কর্মসুত্রে ঢাকায় থাকলেও যখনই বাড়িতে যায় একটা বিষয় দেখে খুবই খারাপ লাগে আর তা হলো মাদকের ভয়াবহতা। আপনি জানেন রায়টার পাথর ঘাটসহ সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে একদিকে যেমন মাদক ঢুকছে এবং সেই এলাকাগুলো মাদকের স্পট হিসেবেও বিবেচিত হচ্ছে। ৯০ এর দশকে ফেনসিডেল এবং গাজার উপস্থিতি থাকলেও বিগত এক দশকে আমাদের এলাকায় ইয়াবা, হিরোইন থেকে শুরু করে সব রকমের মাদকে সয়লাভ হয়েছে। আমরা দেখেছি আপনি মৌলবাদ, জঙ্গিবাদ এবং ধর্মান্ধতার বিরুদ্ধে যে যুদ্ধ করছেন সেখানে মাদকেরও বিরুদ্ধেও সক্রিয় ভূমিকার রাখবেন বলে আমি বিশ্বাস করি। সমাজে জঙ্গিবাদ যেমন বড় সমস্যা তেমনি মাদকও বড় হুমকি বলে আমি বিশ্বাস করি। যদি আমরা মাদক থেকে তারুণ্যকে বিরত রাথকে না পারি তবে যে মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা মহান মুক্তিযুদ্ধ করেছেন সেই সোনার বাংলা অধরাই থেকে যাবে আমাদের কাছে।

পরিশেষে আপনার মঙ্গল কামনায়,

জামিল আক্তার