মাননীয় মন্ত্রী মহোদয়, আসসালামু আলাইকুম। আমি আপনার নির্বাচিত এলাকার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া গ্রামের বাসিন্দা। আমি একজন ছাত্র। আমাদের এলাকার রাস্তাঘাটে চলাচলের সময় বিভিন্ন মানুষকে রাস্তায় হাটাকালীন ধূমপান করতে দেখা যায়। এতে তো তার শারীরিক ক্ষতি হয়ই, তার পাশাপাশি অবস্থান করা মানুষজনও ক্ষতিগ্রস্ত হয়। শুধু গ্রামীণ এলাকাগুলোতে নয় আমাদের কুষ্টিয়া শহরের বিভিন্ন প্রধান সড়কে অনেক মানুষকে খোলামেলা পরিবেশে ধূমপান করতে দেখা যায়। এর ফলে আশেপাশের অবস্থানরত শিশু, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা ও সাধারণ জনগণ বিড়ম্বনায় পড়ে। রাস্তাঘাটে এমন খোলামেলা ধূমপানের বিরুদ্ধে সরকারের আইনগত পদক্ষেপ নেওয়া উচিত নয় কী?