Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1947 views

Subject : বানিয়াকান্দি -সন্তোষপুর সংযোগ সড়ক নির্মাণ এর জন্য আবেদন

Avatar

Written By : prince

বানিয়াকান্দি -সন্তোষপুর  সংযোগ সড়ক নির্মাণ এর জন্য আবেদন

জনাব,

আমি , (গ্রাম-সন্তোষপুর ,মালিয়াট, ডাকঘর- বানিয়াকান্দি-৭০১০, থানা- কুমারখালি, জেলা -কুষ্টিয়া ) এর এক জন স্থায়ী বাসিন্দা। উক্ত এলাকায় পাকা রাস্তা নির্মাণ হলেও তা  বানিয়াকান্দি স্কুল পর্যন্ত এসেই  আর অগ্রসর হয়নি ফলে স্বাধীনতার পর থেকেই -" সন্তোষপুর "  অনুন্নত যোগাযোগ ব্যাবস্থার কবলেই পরে র‍য়েছে । এর জন্য গ্রামের কৃষকরা  যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে , সেরূপ স্থানীয় ছাত্র- ছত্রীরা  পিছিয়ে পরছে পরাশুনায় ।সার্বিক ভাবে " গ্রাম-সন্তোষপুর" এখন এক অন্ধকারে নিমজ্জিত শুধুমাত্র অনুন্নত যোগাযোগ ব্যাবস্থার কারনে ।

তাই  জনাব এর নিকট  আকুল আবেদন, অনুগ্রহ করে  " বানিয়াকান্দি -সন্তোষপুর সংযোগ সড়ক নির্মাণ " এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সন্তোষপুরবাসীদের দুর্দশার সমাপ্তি ঘটাবেন ।