Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2117 views

Subject : সড়ক সংস্কার প্রসঙ্গে

Avatar

Written By : Riadus Salehin

মাননীয় সংসদ সদস্যা মহোদয়,

যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার আসনের কোটচাঁদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের নাগরিক। আমার বাসস্থানের এলাকার নাম বেনেপাড়া। আমাদের এই পাড়ার মাঝখান দিয়ে দুটি সড়ক আছে। সড়কদুটি এবং এই সড়ক সংলগ্ন ড্রেনেজ ব্যাবস্থার অবস্থা খুবই খারাপ। গত ২৫ বছর ধরে এই রাস্তার কোন সংস্কার হয় নাই। একটা অংশ পিচ করা আছে আমাদের জন্মের আগে থেকে আর একটা অংশ এখনো সলিং।  যখন যেই সরকার এবং মেয়র হয়েছেন তাকেই এই সড়কের সংস্কারের কথা বলেছি কিন্তু কোন কাজ হয়নি। তাই  আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই সড়কদুটির  এবং ড্রেনেজ সিস্টেমের মেরামত করার ব্যবস্থা করা হোক।

বিনীত নিবেদক

রিয়াদুস সালেহীন
ভোটার আইডি নংঃ ১৯৯২৪৪২৪২০২০০০০৪৮