View Question 3107 views

Subject : ১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়,

আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা আপনার সংসদীয় এলাকার জনগনের পক্ষ থেকে আপনার মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এরকম ১০টি উন্নয়ণমূলক কাজ এবং আপনার আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে জানতে চাই।

বিনীত,

আমার এমপি ডট কম কর্তৃপক্ষ।

Avatar

Written By : Md. Anwarul Azim (Anar) -মোঃ আনোয়ারুল আজীম (আনার)

Public

আমার এমপি ডট কমের এই উদ্যোগকে স্বাগত জানাই। নিচে আমার মাধ্যমে করা উন্নয়নমূলক কর্মকান্ড এবং ভবিষ্যত কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হইল।

ঃ দশটি উন্নয়ন মূলক কাজ ঃ

১) স্বাধীনতার পর আমার নির্বাচনী এলাকায় এই প্রথম নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ দুইটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণ সম্পন্ন।
২) ৫ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স নির্মাণ।
৩) ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ সম্পন্ন।
৪) ২৭টি গ্রামীন সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
৫) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক এ্যাম্বুলেন্স, ডিজিটাল এক্সরে মেশিন এবং ইসিজি মেশিন প্রদান।
৬) কোলা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন।
৭) ১০৩ কিলোমিটার গ্রামীন সড়ক পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে।
৮) কালীগঞ্জ বাসীর দীর্ঘ দিনের দাবী ঢাকাগামী রেল ষ্টপ এবং কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল ষ্টেশন, বারবাজার রেল ষ্টেশন ও সুন্দরবন রেল ষ্টেশন আধুনিক করণ।
৯) আধুনিক দলীয় কার্যালয়, ক্রীড়া ভবন, কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল, ১১৫ টি প্রতিষ্ঠানে সোলার, ৭০০ টি প্রতিষ্ঠানে অনুদান সুষ্ঠভাবে বন্টন, ১৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে মাল্ডি মিডিয়ায় রুপান্তরিত, এশিয়ার সর্ববহৎ বটগাছ ও বারবাজারে গাজী কালূ চম্পাবতী মাজারের শোভাবর্তনের কাজ সম্পন্ন করা হয়েছে।
১০) ঘোড়শাল, জামাল ও রাখালগাছি ইউনিয়নে নতুন ভূমি অফিস ভবনের কাজ সম্পূর্ণ করা হয়েছে।
১১) শহীদ নুর আলী কলেজ চুতর্থ তলা ভবন নির্মাণ, মথনপুর স্কুল এন্ড কলেজ চুতর্থ তলা ভবন নির্মাণ, আবু বক্কর মোকছেদ আলী কলেজ চুতর্থ তলা ভবন নির্মাণ, আলহাজ¦ আমজাদ আলী ফাইজুর মহিলা কলেজ চুতর্থ তলা ভবন নির্মাণ, গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় এক তলা ভবন নির্মা, কোলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এক তলা নতুন ভবন কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ চলমান আছে।


উন্নয়ন পরিকল্পনা ঃ

১) কালীগঞ্জ উপজেলায় মিনি ষ্টেডিয়ামের টেন্ডারের কাজ সম্পন্ন্ হয়েছে, ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে।
২) কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ।
৩) ২০টি মুক্তিযোদ্ধা পরিবারের জন্য হাইলাইজ বিল্ডিং নির্মাণ।
৪) ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন, প্রতিটি ৩.৬৩ লক্ষ, আইসিটি ভবন, ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের সম্পূর্ণ নতুন ভবন, ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দ্বিতল ভবন, ৬টি মাদ্রাসার ভবন, ১৬টি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও ৫টি নতুন ভবন নির্মাণ।
৫) কালীগঞ্জ ফায়ার সার্ভিস তৃতীয় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উন্নীত করণ ।
৬) চিত্রা নদী পুনঃ খনন, জীবননগর দৌলতগঞ্জ পোর্ট চালু ।
৭) ডিজিটাল গ্রন্থাগার, অডিটরিযাম ও মুক্ত মঞ্চ নির্মাণ।
৮) ২০১৭ সালের মধ্যে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করা হইবে।
৯) সাব রেজিষ্ট্রি নতুন ভবন নির্মাণ।

।।আবারো ধন্যবাদ।।