View Question 3042 views
Subject : কেশবপুরে শতভাগ বিদ্যুৎতায়ন প্রসঙ্গে
Written By : Palash
মাননীয় সাংসদ মহোদয় প্রথমেই আমার নমস্কার নিবেন। আশা করি ভাল আছেন। সর্বশেষ মঙ্গলকোট বাসস্ট্যান্ডে ৫নং ইউনিয়নের ত্যাগী আওয়ামী কর্মী জননেতা মানোয়ার হোসেনের নেতৃত্বে জনসভায় আপনার প্রতিশ্রুত শতভাগ বিদ্যুৎতায়ন কবে সম্পন্ন হবে?
ধন্যবাদান্তে
পালাশ কুমার দাঁ
সদর ইউনিয়ন, কেশবপুর, যশোর
Written By : Ismat Ara Sadique -ইসমাত আরা সাদেক
প্রথমে ধন্যবাদ জানাই আমার এমপি টিমের সকল সদস্যদের।
আমার নির্বাচনী এলাকার ভোটার পলাশ কুমার কে ধন্যবাদ জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য।
আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা নভেম্বর 2018 তারিখে 106 টি উপজেলা কে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনে প্রতিটি বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত করার জন্য একযোগে এসব উপজেলাকে কে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ঘোষণা করেছেন। যার ফলে কেশবপুরেও শতভাগ বিদ্যুতের কাজ সম্পন্ন হয়েছে উপজেলার একটি পৌরসভা১১ ইউনিয়ন এর 144 গ্রামেই 1295 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে তার পরেও যদি কেউ বিদ্যুৎ না পেয়ে থাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ।
ধন্যবাদ,
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।