যশোরের কেশবপুরে পল্লী বিদ্যুতের হাই ভেল্টেজ লাইন অরক্ষিত অবস্থায় রয়েছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
সরোজমিনে দেখা যায় কেশবপুর উপজেলার মধ্য দিয়ে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন রয়েছ। লাইনের নীচ ও পাশ দিয়ে বেশকিছু গাছ রয়েছে। যে সকল গাছের ডাল-পালা বড় হয়ে ঐসকল হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে ছোঁয়া লেগে আগুন ধরে ডালপালা পুড়ে যায়।
তাছাড়া ডালপালা যখন বৈদ্যুতিক তারে ছোঁয়া লাগে তখন ঐ সকল গাছগুলিও বিদ্যুৎ তাড়িত হয়ে যায়।ঐ সময় যদি কোন ব্যাক্তি বিদ্যুতায়িত গাছে হাত দেয় তবে তার মৃত্যু হওয়ার আশংকা রয়েছে বলে খোঁজ নিয়ে জানা যায়।
কেশবপুর পৌর শহরের সাবদিয়া সরকারী কবরস্থানের সন্নিকটে ফাহিম প্লাজার পাশে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইনের নীচে বেশকিছু পামগাছ-সহ অন্যান্য গাছ রয়েছে।পল্লী বিদ্যুৎ উক্ত গাছের ডালপালা কাটেনি।যার ফলে পাম গাছের পাতা ১১ হাজার ভোল্টেজের লাইনের তারে লেগে আগুন ধরে যাচ্ছে এবং যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা নিয়ে এলাকাবাসীর দিন কাটছে।
গত ১৭ই আগস্ট ২০১৯ তারিখে কেশবপুর উপজেলা থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার তার ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেক এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।