View Question 2075 views

Subject : সংখ্যালঘুদের জমিতে প্রভাবশালীর মাছের ঘের

Avatar

Written By : Palash

মাননীয় সাংসদ, প্রথমেই আমার আদাব নিবেন।

আপনি হয়তো অবগত আছেন যে, কেশবপুরের সোনাতলা ফসলি মাঠের প্রায় ৩শ’ বিঘা জমিতে মাছের ঘের করছেন এলাকার প্রভাবশালী সেলিমুজ্জামান আসাদ। সোনাতলা মাঠের অধিকাংশ জমি ধর্মীয় সংখ্যালঘুদের।ঘেরের মধ্যে শ্রীরামপুর, শরাফপুর, ভালুকঘর গ্রামের সাহাপাড়া ও কুণ্ডুপাড়ার কৃষকদের জমি রয়েছে বেশি। তারা চরম আতংকে রয়েছেন। সোনাতলা মাঠের চার ধারের গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের বসবাস। ভয়ে কেউ কথা বলতে চান না। 

এই বিষয়ে আপনার কোন কিছু করণীয় আছে কিনা জানালে কৃতজ্ঞ থাকবো। 

ধন্যবাদান্তে, পলাশ কুমার দাঁ।