পাবলিক টয়লেট তৈরি বা স্থাপন করা হয় সাধারণ জনগণের সুবিধার জন্য। কিন্তু সিলেটের মেজরটিলা বাজারের চিত্রটা উল্টো। পাবলিক টয়লেট এর সামনের জায়গা ও পাবলিক টয়লেট দখল করে বসানো হয়েছে ফলের দোকান। বিষয়টি অত্যন্ত আশ্চর্য ও হতাশজনক হলেও এমনটিই করেছেন তারা।বর্তমানে দখলের জন্য এটি কেউ ব্যবহার করতে পারছে না। এত টাকা খরচ করে তৈরি করা হল পাবলিক টয়লেট,জনগণের ব্যবহারের জন্য। কিন্তু এটি বন্ধ করে বসানো হল ফলের দোকান। এতে দুর্ভোগে পড়ছে সাধারণ জনগণ। দীর্ঘদিন যাবৎ এখানে এভাবেই দোকান নিয়ে বসে থাকতে দেখা গেছে।এসব যেন দেখার কেউ নেই।
ভিডিওটি গত ৩০ জুন ২০১৯ রাত ৯ টা ১৭ মিনিটে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরা থেকে ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. এ কে আব্দুল মোমেন এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।