Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1650 views

Subject : ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভটির যেন বেহাল দশা

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এর সামনে সরকারি খরচে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে । তার পাশে মুক্তিযোদ্ধাদের সম্মানে একটি স্মৃতিস্তম্ভও নির্মাণ করার বাজেট আসে এবং কাজ ও শুরু হয় কিন্তু কাজের শেষ আর হয়না ।প্রায় ২ বছর যাবৎ এই অবস্থাতেই স্তম্ভটি পরে আছে ।মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ শেষ করেই বিভিন্ন ক্লিনিককে ভাড়াও দেওয়া হয়ে গেছে । অর্ধেক কাজ সম্পূর্ণ হবার পর কি কারণে বন্ধ আছে এই স্তম্ভের কাজ তা আজও জানা যায় নি । ভিডিওটি ধারণ করা হয়েছে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ১২ জুন ২০১৯ সকাল ১১টায়। এ বিষয়ে ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি