View Question 1476 views

Subject : কাজিরচক থেকে পুনতাইড় পর্যন্ত রাস্তা পাকা করন,,

Avatar

Written By : MD SHOJIB RAHMAN

মাননীয় এম.পি মহোদয়,

অাপনার দীর্ঘ অায়ু ও সুস্বাস্থ্য দিয়ে শুরু করছি,

অামরা অাপনার নির্বাচনী এলাকা রাখালবুরুজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর বাসিন্দা।অামতলী বাজার হতে মহিমাগঞ্জ ইউনিয়নের কানিপাড়া পর্যন্ত দুপাশে  রাস্তা পাকা করন করা হলে ও,,কাজিরচক চার মাথা হতে পূড়ার মাঠ ভায়া পুনতাইড় পর্যন্ত ১.৫ কিমি রাস্তা পাকা করন বাকি অাছে।উক্ত রাস্তা টি একটি গুরুত্বপূর্ণ রাস্তা।  jsc,ssc,alim এবং সুগার মিলের যোগাযোগের একমাত্র রাস্তা। 

উক্ত বাকি ১.৫ কিমি রাস্তা টুকু পাকা করনের মাধ্যমে মহিমাগঞ্জ টু রাখালবুরুজ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ব্যবস্থা নিতে, অাপনার অাশু দৃষ্টি কামনা করছি।

অাবেদনে উক্ত গ্রামবাসি