View Question 1707 views

Subject : নন্দনপুর হাইস্কুল এর প্রধান শিক্ষক

Avatar

Written By : general People

স্যার আমি আপনার দলের নিরব প্রতিবাদি একজন সাধারন জনগন  আমি আওয়ামীলীগেকে ভালোবাসি  এবং আমাদের এলাকার এমপি হওয়ায় আপনাকে এবং আপনার উন্নয়ন মুলক  কর্মকাণ্ড  এবং ন্যায় পরায়নতা দেখে আমি মুগ্ধ। আমি আওয়ামীলীগে তার মানে এই নয় যে আমি আমার বিবেকবোধ বেচে দিয়েছি  আমাদের এলাকায় নন্দনপুর হাই স্কুল এর একজন হেডমাষ্টারকে যে ভাবে হেনস্তা করা হয়েছে এই ভাবে একজন শিক্ষককে হনস্থা করা ঠিক হয় নাই মানব বন্ধন এর নামে যারা চাকু রামদা নিয়ে লোক পাঠায় স্কুল এর হেডমাষ্টার এর চেয়ার টিকানোর জন্য তারা যাই হোক কোন স্কুল এর মাষ্টার হওয়ার যোগ্য না এখন এই স্কুলে দ্বায়িত্ব আছে একজন নয়া আওয়ামীলীগ এবং আমি ১০০% শিওর না লোক মুখে প্রচলিত তার না কি কিনা সরটিফিকেট ভুয়া এরকম লোক কে যদি আপনারা দ্বায়িত্ব এক মহান আসনে বসান তাহলে শিক্ষা ব্যাবস্তা আর শিক্ষা ব্যাবস্তা থাকে না তাই আপনার কাছে আমাদের আবেদন আপনি সরজমিনেে বিষয়টি দেখবেন সম্ভব হলে নতুন হেডমাষ্টার নিয়োগ দিবেন না হলে আগের মাষ্টারকেই বহাল রাখবেন আপনি যদি আপনার পার্টির লোকজন দের থেকে খৃবর নিয়ে কাজ করেন তাহলে আসল সত্য পাবেন না করন সবাই টাকার কাছে বন্দি তাই বিষয়টি সরজমিনে দেখে ব্যাবস্তা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।  আমি জানি আপনি সব সময় ন্যায় এর দিকে।