নাটোর জেলার বড়াল নদীর একটি বাঁশের সেতু।সেতুটি দুই সাংসদীয় আসনকে সংযুক্ত করেছে।একপাশে নাটোর-৪ আসনের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী এবং অন্য পাশে নাটোর-১ আসনের বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখইড় বাজার।দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের এই সেতুটির প্রস্থ ৫ ফুট।দোদুল্যমান এই বাঁশের সেতুর ওপর দিয়ে জনগন শুধু পায়ে হেঁটে নয় বরং ভ্যান, রিক্সা, অটো রিক্সা, মোটর সাইকেলের মত যানবাহনও অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার করছে। মাঝে মাঝে প্রাণহানির মত ঘটনাও ঘটেছে। এই স্থানে একটি স্থায়ি সেতু না থাকায় দীর্ঘদিন ধরে মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এলাকাবাসী এই স্থানে একটি নতুন স্থায়ি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছে। আমার এম পির একজন ভলানটিয়ার গত ২৫ মে ২০১৯, সকাল ১১ টায় ভিডিওটি ধারন করেছে।
এবিষয়ে নাটোর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম (বকুল) এর দৃষ্টি আকর্ষণ করছি।