View Question 2444 views

Subject : মন্দির সংস্কার উন্নয়ন প্রসঙ্গে।

Avatar

Written By : Ripon Kumar

বরাবর,

মাননীয় সংসদ সদস্য

সিরাজগঞ্জ ০৩ (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা)   

বিষয়ঃ মন্দির সংস্কার উন্নয়ন এর জন্য আপনার বরাদ্দকৃত বাজেট থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র।       

মহোদয়, 

 বিনীত নিবেদন এই যে,আমরা আপনার নির্বাচনী এলাকার গ্রামপাংগাসী গ্রামের  স্থানীয় বাসিন্দা।আমাদের বাজারে অবস্থিত গ্রামপাংগাসী শ্রীশ্রী কালীমাতা মন্দির, প্রায় ১০০ বছরের পূরনো মন্দির এটা।বর্তমানে আমরা মন্দিরটির বিভিন্নসময় বিভিন্নভাবে সংস্কার কাজ করেছি যা পূর্বের চেয়ে অনেকাংশ কাজ করেছি।এবং আর্থিক সমস্যার কারনে এখনো পূরো কাজটি সম্পন্ন করতে পারিনি।তাই আপনার কাছে আমরা মন্দিরের সংস্কারের জন্য সাহায্য চাইছি।

অতএব মহোদয়ের নিকট আমাদের আবেদন এই যে, আপনি দ্রুত আমাদের মন্দির সংস্কার এর জন্য আপনার তহবিল হইতে কিছু বরাদ্দ প্রদান করে আপনার সদয় মর্জি হয়।

নিবেদক

শ্রী রিপন কুমার রাজবংশী

সদস্য,

শ্রীশ্রী কালী মাতা মন্দির কমিটি। 

সাবেক সহ সভাপতি

বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা