View Question 2941 views

Subject : ৫ বছরের কর্ম পরিকল্পনা

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়

আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আপনার কাছ থেকে আমরা আপনার পরবর্তী ৫ বছরের  কর্ম-পরিকল্পনা জানতে চাই।

বিনীত,

সুশান্ত দাস গুপ্ত

ফাউন্ডার। আমার এমপি।

Avatar

Written By : Ahmed Firoz Kabir - আহমেদ ফিরোজ কবির

Public

ধন্যবাদ মাননীয় ফাউন্ডার,আমার এমপি। আপনিও আমার শুভেচ্ছা গ্রহণ করুন।
 
আমার নির্বাচনী এলাকা সুজানগর-বেড়ার প্রতিটি গ্রামে-মহল্লায় আগামী ৫ বছর জনগণের জীবনমানের উন্নয়নযাত্রা একই গতিতে হোক এটাই আমার চাওয়া। তবে কৃষিনির্ভর,নদীনির্ভর এই অঞ্চলে তেমন কোনো আধুনিক কর্মসংস্থানের ক্ষেত্র নেই। এজন্য অধিকাংশ শিক্ষিত তরুণ-তরুণীর জীবিকা নির্বাহের কারণে শহরমুখী হতে হয়। তবে বেকারত্বের গ্লানি ঘাড়ে নিয়ে বেঁচে থাকতে হয় বাকিদের। আমি চাই আইসিটি মন্ত্রণালয়ের অধীনে ট্রেনিং,বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে এই বেকার যুবকদের দক্ষ করে তুলতে। তাদেরকে 'বেকার থেকে উদ্যোক্তা' হওয়ার রাস্তা দেখাতে। 
 
আর সামাজিক ব্যাধি যেমনঃ মাদক,দুর্নীতি,ঘুষ,চাকরি বাণিজ্য ইত্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে চাই।
 
আমি নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাকালে আমার নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে জনগণের কথা শুনেছি। তাদের চাওয়া-দাবিগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করেছি৷ আগামী ৫ বছর আমার এলাকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই৷ তাদের চাওয়া-পাওয়াই আমার কর্মপরিকল্পনা। 
 
আহমেদ ফিরোজ কবির 
জাতীয় সংসদ সদস্য 
৬৯,পাবনা ২ (সুজানগর-বেড়া)