View Question 2198 views

Subject : সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে পাবনার জমিদার বাড়ি

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে পাবনার সুজানগরের দুলাই ঐতিহ্যবাহী আজিম চৌধুরী জমিদার বাড়ি। চারপাশে খননকৃত দৃষ্টিনন্দন এই বাড়িটি আজ ধ্বংসের পথে। পারিবারিক মালিকানার দ্বন্দ্বে এই বাড়িটি এখন কয়েক ভাগ হতে চলেছে। সরকারের অধিগ্রহণ থেকে হাইকোর্টে রিট করে বাড়িটি ফিরে পায় জমিদারের বংশধররা। কিন্তু বর্তমানে জমি ভাগাভাগিতে নষ্ট হয়ে যাচ্ছে জমিদার বাড়ির সৌন্দর্য। ভিডিও টি আমার এম পির একজন ভলান্টিয়ার ৫ জানুয়ারি ২০১৮ দুপুর ২ টায় ধারণ করেন।

ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি রক্ষায় পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির এর দৃষ্টি আকর্ষণ করছি।   

বিনীত

আমারএমপি