View Question 2024 views

Subject : কাজিরহাট-আরিচা নৌরুটে স্পিডবোট সার্ভিসে অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে

Avatar

Written By : Milon Mahmud

আসসালামু আলাইকুম।পাবনা -২ (সুজানগর-বেড়া)আসনের মাননীয় এমপি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি।কারণ এই রাস্তা দিয়ে আপনি নিয়মিত যাতায়াত করেন। আশা করছি জনগণের ভোগান্তি দুর করবেন। কাজিরহাট-আরিচা নৌ রুটে মাত্র ১৫/২০ মিনিটের যাত্রায় স্পিডবোটের ভাড়া দুইশত টাকা কেন? ঈদের সময় কেন তিনশত টাকা বা তার বেশি ভাড়া নেওয়া হয়? আবার যাত্রীর সাথে সাধারণ মালামাল ভর্তি ব্যাগ থাকলে পঞ্চাশ থেকে একশ টাকা আলাদা নেওয়া হয়। এ ব্যাপারে প্রতিবাদ করেও কোন ফল হয়না। ফলে যাত্রীরা দিনের পর দিন মাত্রাতিরিক্ত ভাড়া দিয়েই স্পিডবোটে যাতায়াত করছেন। বিশেষ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব থাকার সুযোগে স্পিডবোট কর্তৃপক্ষ তাদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।

আপনার সুদৃষ্টি কামনা করছি এবং আশা করি খুব দ্রুতই এই পরিবহন নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। ধন্যবাদ।