কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার থেকে জিকে ক্যানেলের রাস্তা এটি। এই রাস্তা দিয়ে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে জয়বাংলা বাজার থেকে মাত্র ২০০ গজ এগোলেই সবার চোখে পড়বে যে, জোতমোড়া গ্রামের মো. রেজাউল ইসলাম নামে একজন বিদেশ-ফেরত লোক সরকারি খাল ভরাট করে তৈরী করছেন তৈল পাম্প । খালের মধ্যে সরু চিকন পাইপ বসিয়ে খালটি ভরাট করা হয়েছে। এই সরু পাইপের মধ্য দিয়ে বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি বের হতে পারবে না। তাতে আশেপাশের কয়েকশ একর কৃষি জমি পানির নিচে তলিয়ে যাবে। স্থানীয়ভাবে তিনি প্রভাবশালী হওয়ায় সাধারণ কৃষকদের কথা অগ্রাহ্য করে তিনি খাল ভরাট করে তৈল-পাম্প তৈরির কাজ করেই চলেছেন। যেখানে বর্তমান সরকার কৃষকদের পানি সুবিধার জন্য পুরোনো সরু খাল নতুন করে খনন করছে, সেখানে কয়েকশত একর কৃষি জমির কথা না ভেবে শুধুমাত্র ব্যক্তিস্বার্থ অর্জনের জন্য অবৈধভাবে খাল দখল করছেন এই রেজাউল ইসলাম।
ভিডিওটি বিগত ০২ জুন ২০১৯ ইং বিকাল ৪ ঘটিকার সময় আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারন করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিম আলতাফ জর্জ এর দৃষ্টি আকর্ষন করছি।