Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1775 views

Subject : কুষ্টিয়ায় শিক্ষকদের আইসিটি বিষয়ক ইনহাউজ ট্রেনিং এ চলছে ফাঁকিবাজি !

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

যেখানে শিক্ষকদের প্রশিক্ষণের পিছনে সরকারের শতাধিক কোটি টাকা ব্যয় হচ্ছে; সেখানে প্রশিক্ষণের এর নামে চলছে অনিয়ম! কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার “পান্টি মাধ্যমিক বিদ্যালয়ে” চলছে আইসিটি বিষয়ক ইনহাউজ ট্রেনিং। মোট ৩টি কক্ষে ৬০ জন শিক্ষক এই প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে নিযুক্ত আছেন মোট ৬ জন। আজ দুপুর আড়াইটায় সরেজমিনে গিয়ে দেখা যায়—প্রশিক্ষণ শুরু হওয়ার কথা দুপুর ২টায়, সেখানে আড়াইটা বেজে যাওয়ার পরেও কোনো প্রশিক্ষক আসেননি। একটি কক্ষে কয়েকজন শিক্ষককে নিজেদের মধ্যে গল্প করতে দেখা গেলেও অন্য ২টা কক্ষ ছিল একেবারেই ফাঁকা। এই প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে আছেন পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল হক দিলু। প্রশিক্ষণের সময় এই ধরণের গাফিলতির ভিডিওটি আমার এমপির একজন ভলান্টিয়ার গত ১৯ই জুন ২০১৯ তারিখে দুপুর আড়াইটায় ক্যামেরায় ধারণ করেন। এ বিষয়ে কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমার এমপি