প্রথমবারের মতো বাংলাদেশে থ্রিডি জেব্রা ক্রসিং তৈরির কার্যক্রম উদ্বোধন করা হলো বরিশালে। বরিশাল জিলা স্কুলের মোড়ে রাজা রায় বাহাদুর সড়কে এবং সদরের কাকলীর মোড়ে থ্রিডি জেব্রা ক্রসিং দেখা গেছে। বরিশালের অন্যান্য ব্যস্ত সড়কগুলোতেও থ্রিডি জেব্রা ক্রসিং এর কাজ চলছে। মূলত এই থ্রিডি জেব্রা ক্রসিং তৈরির উদ্দেশ্য ছিল, জেব্রা ক্রসিং দেওয়ায় দূর থেকে যেনো গাড়ি চালকরা খুব সহজেই তা দেখতে পায় । থ্রিডি হওয়ায় ক্রসিংগুলো দূর একটু থেকে উঁচু মনে হবে। যার ফলে গাড়ি চালকেরা ওই স্থানে তাদের গাড়ির গতি কমিয়ে দেবে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীর চলাচলে সুবিধা পাবে। কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় থ্রিডি জেব্রা ক্রসিং দেওয়া হলেও চালকগণ তা মেনে চলছে না। থ্রিডি জেব্রা ক্রসিং শুরুর আগে এবং পরে বিশেষ কোন পরিবর্তন দেখা যায় নি। থ্রিডি জেব্রা ক্রসিং থাকার কারনে গাড়ির গতির কোন পরিবর্তন দেখা যাচ্ছে না, ফলে পথচারীগণ রাস্তা পারাপারে পূর্বের মতোই অসুবিধায় পড়ছেন। আমার এমপির একজন সেচ্ছাসেবকের ধারন করা ভিডিওটি সদরের কাকলীর মোড় থেকে গ্রহন করা হয়েছে।