Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1743 views

Subject : জামালপুরের বংশাই নদী খননে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

জামালপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন নদীর নাব্যতা ফিরিয়ে আনতে যদুনাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলহকুড়া গ্রামের বুক চিরে বয়ে যাওয়া বংশাই নদী খনন কাজে চলছে ব্যাপক অনিয়ম। ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো প্রকার নিয়মনীতি না মেনে নিজের ইচ্ছায় নদীর কিনারায় নিচের মাটি উঠিয়ে দুই ফুট ভরাট করে হচ্ছে। নদী খননে প্রাক্কলন অনুয়ায়ী সমতল নদীর তলা থেকে ৭ ফুট গর্ত করার কথা থাকলেও এখানে করা হচ্ছে ৪.৫০ ফুট। যা একেবারেই নিয়ম বহির্ভূত,শুধুমাত্র উপর থেকে নিচ পর্যন্ত ফুটের সংখ্যা বাড়াতেই এই পুকুর চুরি। নদী খননের কাজে যে অনিয়ম হচ্ছে, তাতে যে উদ্দেশ্যে নদী খনন করা হচ্ছে, তা পূরণ হাওয়ার কোনো সম্ভাবনা নেই।ফলে সাধারন জনগণের মনে দেখা দিয়েছে সংশয়।

এবার অত্র এলাকার প্রত্যক্ষদর্শীদের মতামত শোনা যাক ভিডিওটি গত ৩১ মে ২০১৯ জামালপুর যদুনাথপুর ইউনিয়েনর ২ নং ওয়ার্ডের কলহকুড়া গ্রামের বংশাই নদীর পাশ থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ বিষয়ে জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোজাফফর হোসেন এর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি