Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 422 views

Subject : রাস্তা পাকাকরনের জন্যে আবেদন

Avatar

Written By : Md Shahadat hossain

মাননীয় এমপি মহোদয়,

আসসালামু আলাইকুম। আশাকরি রাব্বুল কারীমের অশেষ রহমতে ভাল আছেন। স্যার আমি আপনার আসনের ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুতুববাড়ি গ্রামের বাসিন্দা। সদরের ৭ নং ঘোড়াধাপের এই অবহেলিত গ্রাম নিয়েই আপনাকে কিছু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে উনি যে গ্রামকে মডেল শহর বানানোর পরিকল্পনা নিয়েছেন তার থেকে আমাদের গ্রাম সম্পূর্ণ বঞ্চিত। স্যার প্রতি বর্ষায় কি অবর্ননীয় কষ্টের মাধ্যমে আমাদের যাতায়াত করতে হয় তা আপনাকে বলে বোঝাতে পারবো নাহ। একদম মেইন রোড সংলগ্ন এই এলাকাটির রাস্তা বর্ষা মৌসুমে একদম চলাচলের অনুপযোগী হয়ে যায়। রাস্তায় প্রায় হাটু সমান কাদা থাকে, যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। মোটকথা পাশ্ববর্তী সবএলাকা থেকে আমাদের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের মেইনরোড থেকে ছাবুরমোড় সংলগ্ন এই রাস্তাটি তিন গ্রামের (কুতুববাড়ি, ইটাইল, ঝাওলা)প্রবেশদ্বার। যাতায়াতে অত্যন্ত গুরুত্ববহন করা এই রাস্তাটি তারপরও অবহেলিত।  

স্যার আপনার কাছে আকুল আবেদন, আপনি আপনার টার্মে আমাদের সদরের অনেক উন্নয়ন করেছেন। তারই অংশহিসেবে আমাদের গ্রামের এই রাস্তাটুকু পাকাকরনের ব্যবস্থা করে দিলে আমাদের গ্রামবাসী তথা তিন গ্রামের মানুষ আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।  

ধন্যবাদ

-মো: শাহাদাত হোসাইন