Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 520 views

Subject : রাস্তা পাকাকরণ আবেদনপত্র

Avatar

Written By : Mahbubur Rahman Numany

মাননীয় এমপি মহোদয়,ময়মনসিংহ-০৭

আমার বাড়ি ৭নং হরিরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিঘোরকান্দা গ্রামে।
রসুলপুর-কাশিগঞ্জ সড়কের সাথে সংযুক্ত নিঘোরকান্দা ফকিরবাড়ি মোড় থেকে চাউলাদী আনিবাড়ি পর্যন্ত যেই রাস্তাটি গিয়েছে এই রাস্তা সম্পর্কে কিছু বলতে চাই।
এই রাস্তায় প্রতিদিন শত শত মানুষের চলাচল। প্রাচীন একটি রাস্তা। কিন্তু এই রাস্তাটি খুবই অবহেলিত। এই রাস্তার সমমানের ও নিম্নমানের বিভিন্ন রাস্তা পিচ ঢালাই হলেও এই রাস্তা এই পর্যন্ত সাধারণ ইটের সলিং এর মুখ পর্যন্ত দেখেনি।

এই রাস্তা নিয়ে বিপাকে আছে অগণিত মানুষ। কোন অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী নারীরা এই রাস্তায় যেতে চাইলে পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না।

বিশেষ করে বর্ষাকালে সুস্থ সবল যুবকদেরও এই রাস্তায় পায়ে হেঁটে যাওয়াটাও দুষ্কর হয়ে যায়। তাহলে চিন্তা করুন, অসুস্থ আর বৃদ্ধ মানুষদের কি অবস্থা হয়!

বিষয়টি সমাধান করা অতিব জরুরী