Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1871 views

Subject : ঢাকার নবাবগঞ্জ চুরাইন বাজারের শহিদ মিনার এখন ইটবালির আড়ৎ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের অন্যতম বাজার হচ্ছে গোবিন্দপুর বাজার । প্রায় ত্রিশ বছর আগের এই বাজারে একটি শহিদ মিনার প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে প্রভাবশালীরা শহিদ মিনারটি দখল করে নিজেদের কাজে ব্যবহার করছেন। শহিদ মিনারের পাদদেশে রাখা হয়েছে ইটবালি ও দোকানের মালামাল। একটি মহল শহিদ মিনারটি ভেঙে দোকান বসিয়ে দখলে নেওয়ার চেষ্টা করছে ।

ভিডিওটি গত ১৪ জুন ২০১৯ তারিখে আমারএমপি ডট কমের একজন ভোলান্টিয়ার ধারণ করেছেন।

এ বিষয়ে ঢাকা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি