Jahirul Haque Bhuiyan Mohon - জহিরুল হক ভুঁইয়া মোহন
Member Of Parliament
Narsingdi-3 , Narsingdi
Bangladesh Awami League
Ambassador
View Question 3073 views
Subject : জয়নগর ইউনিয়নএর জাল্লারা বাজার থেকে সুজাতপুর পর্যন্ত রাস্তা মেরামত।
Written By : Shovo Bhuiyan
আসসালামুআলাইকুম স্যার।আমি আপনার নির্বাচনী এলাকার জয়নগর ইউনিয়নের বাসি। আপনি কি শিবপুর থেকে বেলাবো রাস্তার(জাল্লারা বাজার থেকে সুজাত পুর গ্রাম)মেরামত সম্পর্কে অবগত?আর রাস্তাটা কতটা সঠিক ভাবে হচ্ছে সেই বিষয়ে কি অবগত?যদি অবগত থাকেন।তবে কি একটু বলবেন এই বিষয়ে?
Written By : Jahirul Haque Bhuiyan Mohon - জহিরুল হক ভুঁইয়া মোহন
ধন্যবাদ আমার এমপি টিম এবং প্রশ্নকারী শুভ ভূঁইয়াকে।
শিবপুর থেকে বেলাবো রাস্তার মেরামত সম্পর্কে আমি অবগত আছি।
সরকারের নির্দেশনা অনুযায়ী রাস্তার গুণগত মান ঠিক রেখে মেরামত হচ্ছে।
যদি কোন কারনে রাস্তার গুণগত মান ঠিক না রাখা হয় তবে ঠিকাদার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধন্যবাদ আপনাকে
-
আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন
সংসদ সদস্য – নরসিংদী ৩ (শিবপুর)
সদস্য – সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।