View Question 3767 views

Subject : ধন্যবাদ এবং রাস্তা সংস্কারের জন্য আবেদন।

Avatar

Written By : MD RASHED MIA

জনাব আসসালামুয়ালাইকুম, প্রথমে ধন্যবাদ জানাই আমার বিগত প্রশ্নের জবাব দেবার জন্য। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কারন আপনি জনগণকে সঙ্গে নিয়ে সকল ধরনের কাজ করতে চান।তার‌ই অংশ হিসেবে আমাদের চাঁদপাশা বাজারে আপনি বিনিময় সভা করেছেন।যা আমাদের শিবপুরের নতুন ধারার সূচনা।

জনাব,আমি একটা রাস্তার বিষয়ে বলতে চাই, সেটা হলো চাঁদপাশা বাজারের পশ্চিম পাশে রেজার দোকান থেকে একটা রাস্তা কুন্দারপাড়া গিয়েছে।এই রাস্তার পাশে চাঁদপাশা পশ্চিম পাড়া এবং বিলপাড় দুইটা পাড়ার অবস্থান। এই দুই পাড়ার লোকেদের চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তাটি কাঁচা এবং ভাঙ্গা। যারফলে জরুরি প্রয়োজনে অসুস্থ এবং বৃদ্ধ লোকদের রিকশার মাধ্যমেও চাঁদপাশা বাজারে আনা যায়না। এমতাবস্থায় বাজারের পশ্চিম পাশ থেকে বিলপাড় পর্যন্ত আনুমানিক দেড় কিলোমিটার রাস্তা পাকা করার জন্য আবেদন জানাচ্ছি। এবং এতে দুই পাড়ার লোকেরা অনেক উপকৃত হবেন।

জনাবের নিকট আকুল আবেদন তিনি যেন রাস্তাটি পাকা করার ব্যবস্থা গ্রহণ করেন।

নিবেদক

মোঃ রাশেদ মিয়া।

 

 

 

Avatar

Written By : Jahirul Haque Bhuiyan Mohon - জহিরুল হক ভুঁইয়া মোহন

Public

ধন্যবাদ আমার এমপি টিম এবং প্রশ্নকারী রাশেদ মিয়াকে।

চাঁদপাশা বাজার থেকে  কুন্দারপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বিষয়ে আমি অবগত আছি। আগামী অর্থ বছর ২০১৯-২০২০ সালে এই রাস্তা পাকা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে।  

আপনাকে ধন্যবাদ। 

আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন

সংসদ সদস্য – নরসিংদী ৩ (শিবপুর)

সদস্য – সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।