View Question 1988 views

Subject : বিচার চাই আসা করি সমান বিচার করবেন।

Avatar

Written By : Shibpur

প্রথমে আমার ছালাম নিবেন ...

জানিনা আপনার কাছে এই বাতা‘টি পৌছাবে কি না।যে ভাই দায়িত্বে আছেন দয়া করে মেসেজটি এম পি  সাহেবের নিকট  পৌছাবেন।এম পি সাহেবের ইটাখলা অফিস এ আমি অনেক বার গেছি এমপি সাহেব খুব ই ভাল মানুষ নিজ চুখে দেখেছি ।।  আসল কথায় আসা যাক আজ রাত  ৯ টার দিকে শিবপুর থানার সহ সভাপতি আজিজুর রহমান ভূলূ মাষটার  কোন এক বাক্তিগত  জামেলার কারনে  ওনার বাড়ির সামনে   দা  নিয়ে দারিয়া থাকেন  ঠিক তখন ই জনাব আলতাব মাষ্টার এলাকার একজন সম্মানি  বাক্তি এই  রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ ভুলু মাষটার  আলতাব মাষ্টার কে মাটিতে ফেলে দা দিয়ে লাথি গুসি ও হাতের দা দিয়ে কুপ দেয় এক্টুর জন্য শরীলে দায়ের কুপ লাগে নাই আসেপাশের মানুষ এসে রক্ষা করেন।। এম পি  সাহেব আপনি আপনার কাছের মানুষ দিয়ে তদন্ত করে  দেখেন   ঘটনা সত্য কি মিথ্যা এখানে আলতাব মাষ্টার এর কুন দোস নেই।এই আলতাব মাষ্টার আপনার নিবাচনে  মজলিস পুর খান বাড়ীর  চা পান খাবার  বল্টণ করার দায়িত্বে ছিল এখন ও লিস্ট      আছে আর আজ  ওনার ওপর এ হামলা করেছেন আজিজুর রহমান খান।। ওনার বাক্তিগত খূব ওণাকে মেরে প্রকাস করেছেন। আপনে দয়া করে আপনার খুব কাছের লোক দিয়ে বিষয়টি তদন্ত করেন। অনেক মানুষ অনেক কথা বলবে আপনে    কারু কথায় কান না দিয়ে নিজ দায়িত্বে  তদন্ত করেন।

আসা করি ঘটনাটী নিজ দায়িত্বে তদন্ত করে  আপ নে  পদক্ষেপ নিবেন।না হয় একজন শাসক হয়ে কেয়ামতের দিন দায়ী  থাকবেন৷ সবার চুখ দিয়ে সবকিছু না দেখলেও আল্লাহ দেখেন।