মূলত যেসকল "বিশুদ্ধ" পানির জার চায়ের দোকানে বা রেস্টুরেন্টে দেখা যায় সেগুলোর ভেতরে বাহিরে বেশ ময়লা জমে থাকে। এগুলো আদতেও কখনো পরিষ্কার করা হয় কি না সেটাও প্রশ্ন সাপেক্ষ। ''এই পানি কোথা থেকে আসে? এটা আসলেই বিশুদ্ধ পানি কি না? তেমনটা হলে এসকল পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুমোদন আছে কি না বিএসটিআই এর?''- এগুলোও প্রশ্ন সাপেক্ষ। কারণ এসকল জারের গায়ে কোন সিল দেখা যায় না। আবার উৎপাদনের তারিখ ও দেখা যায় না। তাই আমি মনে এক্ষেত্রে কঠোর নজরদারির ব্যবস্থা করা উচিত। কারণ ঢাকা শহরের মানুষ যে সকল রোগ ব্যাধিতে ভুগে তার বড় অংশই পানিবাহিত রোগ।