আমরা জানি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী কোন দোকান বা প্রতিষ্ঠানের দৃশ্যমান কোন স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারে এবং তার সংলগ্ন মাছ-মাংসের বাজারে পণ্যদ্রব্যের কোন মুল্য তালিকা প্রদর্শন করা হয়না। যার ফলে সাধারণ মানুষের কাছ থেকে দোকানদারেরা একই পণ্যের ভিন্ন রকম দাম রাখছে। যেটা কখনো কখনো দোকান ভেদে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এভাবে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে অনেকে।
এই ভিডিওটি গত ১৬ মে রাত ১০ টা ১০ মিনিটে আমার এমপির একজন ভলান্টিয়ারের ফোনে গ্রহন করা। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবার জন্য দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা ১৩ আসনের মাননীয় সাংসদ জনাব সাদেক খানের।