View Question 528 views

Subject : গাজীপুরে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

গাজীপুরের মাওনা বাজার এর পরে পাথারের ব্রীজের ঠিক আগেই এই ব্যস্ততম সড়কে দেখা মিলে একটি বৈদ্যুতিক খুঁটির। একে তো ব্যস্ত সড়ক তার উপর রাস্তার বাঁকের মাথায় রাস্তার ২ ফুট ভেতরে এই খুঁটির অবস্থান হওয়ায় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা শত ভাগ।

এই বিষয়ে গাজীপুর-৩ আসনের মাননীয় এম.পি জনাব মুহাম্মদ ইকবাল হোসেনের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি